‘মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে’
- সংবাদ প্রকাশের সময় : ০১:৩৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ৭৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযোদ্ধারা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। তাই আমি চাই যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ মুক্তিযোদ্ধাদের সম্মান দেবে। মুক্তিযোদ্ধাদের সব সময় সর্বোচ্চ সম্মান দিতে হবে।
মঙ্গলবার (১৬ জুলাই) সকালে প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড-২০২৪ প্রধান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ব্যর্থ হতে পারে না। মুক্তিযোদ্ধা যে দলেরই হোক, তাদের সব সময় সম্মান দিতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষক, সরকারি চাকরিজীবি, গবেষকদের সক্ষমতা বৃদ্ধির জন্য ২০১৮ সালে চালু করা হয় প্রধানমন্ত্রী ফেলোশিপ। এর আওতায় ২০২৪ সালে ৩৭ জন মাস্টার্স ফেলো এবং ১১ জন পিএইচডি ফেলো যুক্তরাজ্য, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।
সরকার প্রধান বলেন, ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়বো। আমাদের জনশক্তি স্মার্ট জনশক্তি হবে। বিশ্বের যেকোনো দেশের সাথে তাল মিলিয়ে চলবে। নয়টি ভাষা দিয়ে ফ্রি অ্যাপস চালু করে দিয়েছি। কারণ ফ্রিল্যান্সাররা যাতে ভাষা শিখে কাজ করতে পারে।