মিয়ানমারের ৫ রোহিঙ্গা পালিয়ে এলো টেকনাফে
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৬:১৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪ ৯৮ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে সমুদ্র উপকূলীয় এলাকায় মিয়ানমার থেকে পালিয়ে এলো ৫ রোহিঙ্গা। বুধবার (১৭ জুলাই) বিকেলে ট্রলারে দুই নারীসহ ৫ রোহিঙ্গা অনুপ্রবেশ করে।
টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. ছমি উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার (১৭ জুলাই) বিকেলে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অনুপ্রেবেশ করা রোহিঙ্গাদের আটক করে। নোয়াখালীপাড়ার ঘাট থেকে এই ৫ রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়।
জানা গেছে, অনুপ্রবেশকারী এসব রোহিঙ্গারা মিয়ানমারের আলিপাড়ার বাসিন্দা। তারা মঙ্গলবার (১৬ জুলাই) রাত ৩টার দিকে ট্রলারে উঠে। ঘাটে পৌঁছার পর ট্রলার রেখে দালালরা পালিয়ে গেছে। আটক রোহিঙ্গারা হলো-এনামুল হাছান, মোশাররফ, ওমমুল কাইর, মোফশ্শর এবং শাহনাজ।
টেকনাফ ইউএনও মো. আদনান চৌধুরী বলেন, ৫ রোহিঙ্গাকে বিজিবি হেফাজতে নেয়া হয়েছে। তাদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়াও হচ্ছে।