ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মাল বোঝাই ট্রাক পিষে দিলো ইজিবাইক, নিহত ২

আজিজুল হক সরকার, ফুলবাড়ী ( দিনাজপুর)
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ ১২৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যাত্রী বোঝাই ইজিবাইককে হানিফ পরিবহনের বাস পেছন থেকে ধাক্কা দিলে ইজিবাইকের যাত্রী ছিটকে সড়কে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা মাল বোঝাই ট্রাক ইজিবাইকের যাত্রীদের পিষে দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু। গুরুতর আহত তিনজনকে হাসপাতালে নেয়া হয়।

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বারাইহাট বাজার সড়কে বৃহস্পতিবার (১৩ জুন) সকাল পৌনে ১১টায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলো- জিন্নাতারা বেগম (৫০) এবং ইজিবাইক চালক নজরুল ইসলাম (৪২)। এরমধ্যে জিন্নাত আরার বাড়ি পার্বতীপুর উপজেলার মদনপুর গ্রামে। জিন্নাত আরা ইজিবাইকে করে ফুলবাড়ী মাদ্রাসায় পড়ুয়া তাদের মেয়েকে দেখতে আসতেছিলো । ইজিবাইক চালক নজরুল ইসলাম উপজেলার ফুলবাড়ী পৌরসভার সুজাপুর গ্রামের মৃত খাজের মন্ডলের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার (১৩ জুন) সকাল পৌনে ১১টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বারাইহাট বাজার থেকে যাত্রী বোঝাই করে ইজিবাইকটি ফুলবাড়ী আসতেছিল। আসার পথে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবগনের একটি বাস পেছন থেকে ইজিবাইককে ধাক্কা দিলে ইজিবাইকের যাত্রীরা রোডে ছিটকে পড়ে যায়।
তৎক্ষণাৎ মাল বুঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট ১৬-৩৪২৬) ইজিবাইকের যাত্রীদের পিষে দিলে ঘটনাস্থলেই ওই দুজন মারা যায়। গুরুতর আহত জাহানারা বেগম এবং আবুল কাশেম দম্পতিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের বাড়ি পার্বতীপুর উপজেলার মদনপুর গ্রামে।

এদিকে, হানিফ বাসটি পালিয়ে যেতে সক্ষম হয়। সড়কের উপর পড়ে থাকে দুমড়ে মুচড়ে যাওয়া ইজিবাইকটি। স্থানীয়রা মালবোঝাই ট্র্যাকটি আটক করে পাম্পে রেখে দেয়। পরে থানায় আনা হয়। ট্রাকচালক মাসুম ইসলাম কালাম (৩৬)কে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী নিহতের ভাতিজা আরমান আলী বলেন, তার চাচা চাচি ফুলবাড়ীতে মেয়েদের দেখতে মাদ্রাসায় যাচ্ছিলেন। পথের মধ্যে এই দুর্ঘটনা। কাশেম চাচা যাচ্ছিলেন ডাক্তার দেখাতে। দুর্ঘটনাকে কেন্দ্র করে দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বারইহাট সড়কের উভয়দিকে দুই কিলোমিটার এলাকা জুড়ে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে । এতে করে জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

ফুলবাড়ী ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ১০টা ৫০ মিনিটে দুর্ঘটনার খবর পাই। ১১ জন ফায়ার কর্মীকে নিয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করি। আমরা দুইজন নিহতের খবর নিশ্চিত করেছি। গুরুতর আহত ২ জনকে হাসপাতাল প্রেরণ করা হয়।

ফুলবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজার রহমান বলেন, ঘাতক ট্রাক জব্দ করেছি। ট্রাক চালক মাসুম ইসলাম কালামকে আমাদের হেফাজতে নিয়েছি। তবে তার ঠিকানা জানাতে পারেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাল বোঝাই ট্রাক পিষে দিলো ইজিবাইক, নিহত ২

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪

যাত্রী বোঝাই ইজিবাইককে হানিফ পরিবহনের বাস পেছন থেকে ধাক্কা দিলে ইজিবাইকের যাত্রী ছিটকে সড়কে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা মাল বোঝাই ট্রাক ইজিবাইকের যাত্রীদের পিষে দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু। গুরুতর আহত তিনজনকে হাসপাতালে নেয়া হয়।

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বারাইহাট বাজার সড়কে বৃহস্পতিবার (১৩ জুন) সকাল পৌনে ১১টায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলো- জিন্নাতারা বেগম (৫০) এবং ইজিবাইক চালক নজরুল ইসলাম (৪২)। এরমধ্যে জিন্নাত আরার বাড়ি পার্বতীপুর উপজেলার মদনপুর গ্রামে। জিন্নাত আরা ইজিবাইকে করে ফুলবাড়ী মাদ্রাসায় পড়ুয়া তাদের মেয়েকে দেখতে আসতেছিলো । ইজিবাইক চালক নজরুল ইসলাম উপজেলার ফুলবাড়ী পৌরসভার সুজাপুর গ্রামের মৃত খাজের মন্ডলের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার (১৩ জুন) সকাল পৌনে ১১টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বারাইহাট বাজার থেকে যাত্রী বোঝাই করে ইজিবাইকটি ফুলবাড়ী আসতেছিল। আসার পথে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবগনের একটি বাস পেছন থেকে ইজিবাইককে ধাক্কা দিলে ইজিবাইকের যাত্রীরা রোডে ছিটকে পড়ে যায়।
তৎক্ষণাৎ মাল বুঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট ১৬-৩৪২৬) ইজিবাইকের যাত্রীদের পিষে দিলে ঘটনাস্থলেই ওই দুজন মারা যায়। গুরুতর আহত জাহানারা বেগম এবং আবুল কাশেম দম্পতিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের বাড়ি পার্বতীপুর উপজেলার মদনপুর গ্রামে।

এদিকে, হানিফ বাসটি পালিয়ে যেতে সক্ষম হয়। সড়কের উপর পড়ে থাকে দুমড়ে মুচড়ে যাওয়া ইজিবাইকটি। স্থানীয়রা মালবোঝাই ট্র্যাকটি আটক করে পাম্পে রেখে দেয়। পরে থানায় আনা হয়। ট্রাকচালক মাসুম ইসলাম কালাম (৩৬)কে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী নিহতের ভাতিজা আরমান আলী বলেন, তার চাচা চাচি ফুলবাড়ীতে মেয়েদের দেখতে মাদ্রাসায় যাচ্ছিলেন। পথের মধ্যে এই দুর্ঘটনা। কাশেম চাচা যাচ্ছিলেন ডাক্তার দেখাতে। দুর্ঘটনাকে কেন্দ্র করে দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বারইহাট সড়কের উভয়দিকে দুই কিলোমিটার এলাকা জুড়ে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে । এতে করে জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

ফুলবাড়ী ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ১০টা ৫০ মিনিটে দুর্ঘটনার খবর পাই। ১১ জন ফায়ার কর্মীকে নিয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করি। আমরা দুইজন নিহতের খবর নিশ্চিত করেছি। গুরুতর আহত ২ জনকে হাসপাতাল প্রেরণ করা হয়।

ফুলবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজার রহমান বলেন, ঘাতক ট্রাক জব্দ করেছি। ট্রাক চালক মাসুম ইসলাম কালামকে আমাদের হেফাজতে নিয়েছি। তবে তার ঠিকানা জানাতে পারেননি।