মান্দায় জমি নিয়ে বিরোধে বাড়ির ভাঙচুর, দখল
- সংবাদ প্রকাশের সময় : ০২:২৫:০৩ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে মামুন হোসেন নামের এক গরীব লোকের বসতবাড়ি ভেঙে জবর দখল করে নেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার কুসুম্বা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে।
ভুক্তভোগী মামুন হোসেন জানান, প্রতিপক্ষ বেলাল , আয়নাল, রেজাউল করিমসহ আরও বেশ কয়েকজন। তাদের সাথে দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত এবং পারিবারিক বিরোধ চলে আসছিলো। এর জের ধরে বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে এসে অতর্কিত ভাবে হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর করে । এসময় তারা বাড়ির আসবাবপত্র ভাঙচুরসহ বসতবাড়ির ভিতর এবং বাহিরে থাকা বিভিন্ন রকমের মালামাল লুটপাট পাট করে নিয়ে যায়। এবং জোরপূর্বক জমি জবর দখল করে নেওয়ার চেষ্টা করে । এতে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান ভুক্তভোগী।
স্থানীয় মকবুল হোসেন, বাবুল আলী,মানিকজান, সুফিয়া বিবি জানান, দির্ঘদিন ধরে মামুন হোসেন তার বসতবাড়িতে বসবাস করে আসছে। কিন্তু প্রতিপক্ষ বেলাল হোসেন, আয়নাল হোসেন, রেজাউল করিম তারা এসে বলেন,এই জমি তারা মামুনের বাবার কাছ থেকে ক্রয় করে নিয়েছে। এই নিয়ে দুই পক্ষের মধ্যে দন্ধ চলছে কিন্তু হটাত করে শুক্রবার (৪ অক্টোবর) সকালে তারা এসে বাড়িঘর ভাংচুর করে জমি দখল নেওয়ার চেষ্টা করেছে।
এ ব্যাপারে অভিযুক্ত বেলাল হোসেন, আয়নাল হোসেন, রেজাউল করিম, জানান,মামুন হোসেনকে আমরা বারবার বলে আসছি এই জমি আমরা তোমার বাবার কাছ থেকে ক্রয় করে নিয়েছি। জমি আমাদের ,তাকে বারবার বলার পরেও আমাদের জমি বুঝিয়ে দেয়নি। তাই আমরা বাড়িঘর ভাংচুর করেছি।
এ বিষয়ে মান্দা থানার তদন্ত (ওসি) আব্দুল গনী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় মামুন হোসেন, তার প্রতিপক্ষ বেলাল হোসেন, আয়নাল হোসেন, রেজাউল করিম সহ কয়েক জনকে আসামী করে শুক্রবার দুপুরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।