মাধবপুরে বালু ব্যাবসাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
- সংবাদ প্রকাশের সময় : ১০:২২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ৯৩ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুরে বালু ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ পাঁচজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, মাধবপুরে উপজেলার ৬নং শাহজাহান পুর ইউনিয়নের নাজিরপুর গ্রামে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় বালু ব্যবসাকে কেন্দ্র করে আলফাজ ও সেলিম গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে আজিজুর রহমান (৪৫) , আতাউর রহমান (৪০), শাকিল (২৫), আরমান(১৬), খোদেজা খাতুন (৬৫) গুরুতর আহত হয়। তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসক আজিজুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য রেফার করেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, কথা কাটাকাটি চলাকালীন অবৈধ বালু ব্যাবসায়ী আলফাজ গ্রুপের লোকজন অতর্কিত দেশীয় অস্রসহ প্রতিপক্ষের উপর চড়াও হয়।
প্রতিপক্ষ মো: আলফাজ মিয়ার সাথে এ বিষয়ে জানতে ফোনে যোগাযোগ করতে চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এরমধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম খাঁন বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।