মাধবপুরে দুই মাদক কারবারি গ্রেপ্তার
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুর থানার পুলিশ বিশেষ অভিযানে ৩৩ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, হবিগঞ্জ জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ রেজাউল হক খানের দিক নির্দেশনায় মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল্লাহ্ আল মামুনে’র নেতৃত্বে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মনতলা পুলিশ ফাঁড়ীর ইনচার্জ (নিরস্ত্র) মো: মাহবুবুর রহমান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এ সময় মাধবপুর মনতলা পশ্চিম বাজারস্থ আলমগীর এর বিকাশ দোকানের সামনে মনতলা থেকে মাধবপুর গামী পাকা রাস্তার উপর হইতে অভিযান চালিয়ে ৩৩ বোতল ফেনসিডিল ও বহনকারী একটি মোটরসাইকেল সহ দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারি হলো নরসিংদী জেলার বেলাব থানার টেকপাড়া গ্রামের মৃত নারায়ণ চন্দ্র দাসের পুত্র উজ্জল দাস (৪০) এবং চর বেলাব (টানপাড়া) গ্রামের মৃত ফুল মিয়ার পুত্র কিরন মিয়া (৩২)।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মাদক পাচারকারী দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।