মাধবপুরে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত
- সংবাদ প্রকাশের সময় : ১২:৩২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুরে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ফারুক আহমেদ শাওয়াল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় রবি মিয়া নামে এক জন আহত হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাধবপুর উপজেলার ভাটি দলগাঁও গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, কবরস্থানের সীমানায় গাছ নিয়ে বিরোধের জেরে শালিসে উপর্যুপরি প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুল মালেকের পুত্র দুবাই প্রবাসী ফারুক আহমেদ শাওয়ালের হত্যার ঘটনা হয়।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের কর্তব্যরত চিকিৎসক তারেকুজ্জামান বলেন, ফারুক আহমেদ শাওয়ালকে মৃত অবস্থা পাওয়া গেছে এবং অপরজনের শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক পোস্টে দুই পক্ষের সংঘাতে ছুরিকাঘাতে হত্যাকান্ডের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন হত্যাকান্ডের বিষয়ে বাংলা টাইমসকে বলেন, অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে মামলা হবে।