সংবাদ শিরোনাম ::
মাদ্রাসা সুপারের পদত্যাগ দাবিতে ইউএনও অফিস ঘেরাও
ত্রিপুরারী দেবনাথ তিপু, হবিগঞ্জ
- সংবাদ প্রকাশের সময় : ০১:৫৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ ১০১ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুর এমপিওভুক্ত দরগাহ বাড়ি পৌর দাখিল মাদ্রাসার সুপারের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা।পরে ইউএনও অফিস ঘেরাও করে।
মঙ্গলবার(১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ করে এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
এ সময় বক্তব্য রাখেন মাদ্রাসার কমিটির সদস্য রফিকুল ইসলাম দুলাল, ছুট্টো মিয়া, আলী হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধবপুরের সমন্বয়কারী সিরাজুল ইসলাম তানজিল, এমদাদুল হক মিলন, আহসান উল্লা, মাজহারুল ইসলাম, জুয়েল সহ অনেকেই।
এ সময় বক্তারা বলেন, মাদ্রাসার সুপার ছিদ্দিকুর রহমান নিয়োগ বাণিজ্য, সাংবাদিক হয়রানি, লক্ষ লক্ষ টাকা আত্মসাত করার অভিযোগ তুলে ধরেন।এবং সুপারের পদত্যাগ দাবি করেন। পরে এলাকাবাসী ও শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সালের নিকট স্মারকলিপি দেন।