মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, থানায় অভিযোগ
- সংবাদ প্রকাশের সময় : ১২:০৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪ ১২৬ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুর উপজেলার গোপীনাথপুর কাজী নুর হাজেরা সুন্নতি হাফিজি মাদ্রাসায় এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, মাদ্রাসার প্রধান মুফতি ইসলামাবাদ গ্রামের তাজুল ইসলামের ছেলে হাফেজ নাহিদ হুজুরের সহযোগিতায় নিয়মিত ছাত্র বলাৎকারের ঘটনা ঘটছে।
জানা যায়, গোপীনাথপুর কাজী নুর হাজেরা সুন্নতি হাফিজি মাদ্রাসায় প্রায় তিন চারটি বলাৎকাররের ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এতে করে তড়িঘড়ি করে মুফতি মাওলানা আব্দুল মজিদ মাদ্রাসায় কমিটির সহযোগিতায় গোপনে মিমাংসা করার চেষ্টা করে। এমনকি কয়েকটি ঘটনা ধামাচাপা দিতে সক্ষম হন।
পরবর্তীতে গত ১ লা (শনিবার) কালিকাপুর গ্রামের (১১) কে বলাৎকার করলে ঘটনা প্রকাশ্যে আসে। তাছাড়া মাদ্রাসা সংলগ্ন বাড়ি (১০) এলাকাবাসীকে জানায়।
এ ব্যাপারে মঙ্গলবার (১১ জুন) সকালে আব্দুল মজিদসহ (৪) জনকে আসামি করে মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মাদ্রাসার প্রধান মুফতি মাওলানা আব্দুল মজিদ ঘটনা স্বীকার করে সালিশ মিমাংসায় শেষ করে দেয়ার কথা জানান।
মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খান বলেন, তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।