দীপ্ত টিভির কর্মকর্তা তামিম খুন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মামুন বরখাস্ত
- সংবাদ প্রকাশের সময় : ০৪:১৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ৪২ বার পড়া হয়েছে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) উপ- পরিচালক মোহাম্মদ মামুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দীপ্ত টেলিভিশনের সম্প্রচার বিভাগের কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিম হত্যাকাণ্ডের ঘটনায় তাকে এই বরখাস্ত করা হয়। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে এই তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজধানীরহাতিরঝিল এলাকায় খুন হন তানজিল জাহান ইসলাম। এ ঘটনায় ১৬ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। ফ্ল্যাট ভাগাভাগি নিয়ে আবাসন নির্মাতা প্রতিষ্ঠানের সাথে বিরোধের জেরে জমির মালিকের ছেলেকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রামপুরা মহানগর প্রজেক্টের বক্ল-ডির নির্মাণাধীন ভবনের অষ্টম তলার করিডরে জমির মালিক, আবাসন প্রতিষ্ঠান ও ওই ভবনের আরও কয়েকজন মালিকের মধ্যে হাতাহাতি হয়। বাড়ি নির্মাণ ও ফ্ল্যাট ভাগাভাগি নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে হামলায় জমির মালিকের ছেলে তানজিল গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মামুনের প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়ার কথাও জানিয়েছে পুলিশ। মামুন তার শ্বশুরের নামে ওই ভবনের একটি ফ্ল্যাট কিনেছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার করা হয় -প্লিজেন্ট প্রোপার্টিজের কর্মীসহ ৫ জনকে। তারা হলো- আব্দুল লতিফ (৪৬), কুরবান আলী (২৪), মাহিন (১৮), মোজাম্মেল হক কবির (৫২) ও বাঁধন (২০)।
তামিম হত্যাকাণ্ডের ঘটনায় মামুন এজাহারভুক্ত এক নম্বর আসামি। তিনি এখনও পলাতক। এছাড়া বিএনপি নেতা শেখ রবিউল আলম রবি মামলার তিন নম্বর আসামি। তিনিও পলাতক, তাকে গ্রেফতারে সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ।