মাছ মারতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
রাজশাহীর তানোরে কুঁচিয়া মাছ মারতে গিয়ে আদিবাসী কৃষকের মৃত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে তানোর থানার এসআই মিজানুর রহমান মিজান।
মৃত ব্যক্তির নাম অর্জন মাড্ডি (৫৫)। তার বাড়ি উপজেলার কলমা ইউপির চন্দনকোঠা গ্রামের আদিবাসী পাড়ায়। তিনি ওই গ্রামের অমৃত মাড্ডির পুত্র।
মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার কামারগাঁ ইউপির ধানোরা মাঠে ছোট কুড়ি সংলগ্ন জায়গায় ঘটনাটি ঘটে। এঘটনায় মমলা মুরমু নামের আরেক কৃষক আহত হন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার মাধ্যমে সুস্থ্য হয়ে বাড়িতে আছেন।
এসআই মিজান বলেন, উপজেলার কলমা ইউপির চন্দনকোঠা নিজ গ্রাম থেকে কুঁচিয়া মাছ মারার জন্য ধানোরা গ্রামের মাঠে ছোট কুড়ির কাছে আসেন অর্জুন মাড্ডি ও মমলা মুরমু। এসময় আকাশের বজ্রপাত ঘটলে অর্জুনের শরীর ঝলসে যায় এবং কান দিয়ে রক্ত বের হয়। এসময় ঘটনাস্থলেই তিনি মারা যান। অপর জন সামান্য আহত হয়। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ আছে। এপ্রতিবেদন লিখা পর্যন্ত থানায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এসআই মিজান।