ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মাঙ্কিপক্স নিয়ে জরুরি অবস্থা ঘোষণা করল ডব্লিউএইচও

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪ ৭৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাঙ্কিপক্স নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের কারণ উল্লেখ করে জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। চলতি বছরের শুরুতে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে কমপক্ষে ৪৫০ জনের মৃত্যু হয়েছে।

বিবিসি জানিয়েছে, মাঙ্কিপক্স অত্যন্ত সংক্রামক রোগ এখন মধ্য এবং পূর্ব আফ্রিকার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে। এ রোগের একটি নতুন রূপ দ্রুত ছড়িয়ে পড়ছে। বিজ্ঞানীরা এর উচ্চ মৃত্যুর হার নিয়ে উদ্বিগ্ন।

ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস বলেন, রোগটির আফ্রিকা এবং তার বাইরে আরো ছড়িয়ে পড়ার শঙ্কা খুবই উদ্বেগজনক। এর প্রাদুর্ভাব বন্ধ করতে এবং জীবন বাঁচাতে একটি যৌথ আন্তর্জাতিক প্রচেষ্টা অপরিহার্য।

মাঙ্কিপক্স একটি সংক্রামক রোগ। এই রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এমনকি শ্বাসপ্রশ্বাস থেকেও যে কেউ এতে সংক্রমিত হতে পারে। এর উপসর্গ ফ্লুর মতো। এটি ত্বকের ক্ষত সৃষ্টি করে। এ রোগে আক্রান্ত প্রতি ১০০ জনের মধ্যে ৪ জনের মৃত্যু হয়। আফ্রিকায় মাঙ্কিপক্স ভাইরাসের দু’টি প্রধান ধরণ রয়েছে। একটি ক্লেড-১ এবং অন্যটি ক্লেড-২।

মাঙ্কিপক্স বুরুন্ডি, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, কেনিয়া এবং রুয়ান্ডাসহ অন্যান্য আফ্রিকান দেশে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মাঙ্কিপক্স নিয়ে জরুরি অবস্থা ঘোষণা করল ডব্লিউএইচও

সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪

মাঙ্কিপক্স নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের কারণ উল্লেখ করে জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। চলতি বছরের শুরুতে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে কমপক্ষে ৪৫০ জনের মৃত্যু হয়েছে।

বিবিসি জানিয়েছে, মাঙ্কিপক্স অত্যন্ত সংক্রামক রোগ এখন মধ্য এবং পূর্ব আফ্রিকার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে। এ রোগের একটি নতুন রূপ দ্রুত ছড়িয়ে পড়ছে। বিজ্ঞানীরা এর উচ্চ মৃত্যুর হার নিয়ে উদ্বিগ্ন।

ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস বলেন, রোগটির আফ্রিকা এবং তার বাইরে আরো ছড়িয়ে পড়ার শঙ্কা খুবই উদ্বেগজনক। এর প্রাদুর্ভাব বন্ধ করতে এবং জীবন বাঁচাতে একটি যৌথ আন্তর্জাতিক প্রচেষ্টা অপরিহার্য।

মাঙ্কিপক্স একটি সংক্রামক রোগ। এই রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এমনকি শ্বাসপ্রশ্বাস থেকেও যে কেউ এতে সংক্রমিত হতে পারে। এর উপসর্গ ফ্লুর মতো। এটি ত্বকের ক্ষত সৃষ্টি করে। এ রোগে আক্রান্ত প্রতি ১০০ জনের মধ্যে ৪ জনের মৃত্যু হয়। আফ্রিকায় মাঙ্কিপক্স ভাইরাসের দু’টি প্রধান ধরণ রয়েছে। একটি ক্লেড-১ এবং অন্যটি ক্লেড-২।

মাঙ্কিপক্স বুরুন্ডি, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, কেনিয়া এবং রুয়ান্ডাসহ অন্যান্য আফ্রিকান দেশে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে।