মাগুরায় সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত
- সংবাদ প্রকাশের সময় : ০১:৩৪:০৩ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ৯৮ বার পড়া হয়েছে
মাগুরায় পুলিশের সাথে বিএনপি-ছাত্রদলের সংঘর্ষে জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রাব্বী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। রোববার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেন জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান। সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছ। এখনো থেমে থেমে চলছে ধাওয়া-পাল্টা ধাওয়া।
পুলিশ জানায়, রোববার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে পারনান্দুয়ালী এলাকা থেকে বিএনপি একটি মিছিল নিয়ে শহরে ঢুকতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশ তাদের ধাওয়া করে রাবার বুলেট ও গুলি নিক্ষেপ করে। এ সময় নিহত হন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদেী হাসান রাব্বী।
মাগুরা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম এ বিষয়ে জানান, রাব্বি পুলিশের গুলিতে নিহত হয়েছে। তার বুকে গুলি লেগেছে।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. আমর প্রশাদ বিশ্বাস এ বিষয়ে জানান, আহত ৩ পুলিশসহ ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, মুন্সিগঞ্জে আন্দোলকারী-আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।