বললেন সমন্বয়ক হাসনাত
মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে মামলার সাথে আন্দোলনকারীদের সম্পর্ক নেই
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে
সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ সরকার পতনের পর মন্ত্রী, এমপি, নেতাকর্মী, পুলিশ ও প্রশাসনের অনেক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা হচ্ছে। এই মামলার সাথে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের কোনো সম্পর্ক নেই।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে দু’দক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর সাথে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম দুদক চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেন।
সারজিস আলম বলেন, সমন্বয়কদের নামে চাঁদাবাজি করলে তাদের লকারবন্দি করতে হবে। গত ১৬ বছরে দু’দকের ইমেজ সংকট তৈরি হয়েছিলো। সেটা যেন তারা ফিরিয়ে আনতে সচেষ্ট হয়। জনগণের আস্থা আসে। সেটা নিয়ে চেয়ারম্যানের আলোচনা করেছেন বলেও জানান এই সমন্বয়ক।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা কর্মসূচি ঘিরে ৪ আগস্ট সারাদেশে সরকার সমর্থিত নেতাকর্মী ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সাথে সংঘর্ষে শতাধিক নিহতের খবর পাওয়া যায়। এরমধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৩ জন ছাড়াও কুমিল্লার ইলিয়টগঞ্জে হামলায় হাইওয়ে থানার এক পুলিশসহ ১৪ পুলিশ নিহত হয়।
কোটা সংস্কারের দাবিতে গত জুলাই থেকে আন্দোলন করে আসছিলেন সাধারণ শিক্ষার্থীরা। এ অবস্থায় গত ১৫ জুলাই রাজধানী ঢাকাসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগ। একই সাথে শিক্ষার্থীদের আন্দোলন দমাতে গুলি চালায় পুলিশ।