ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা জেলা পুলিশ সুপার আহমদ মুঈদ বললেন

ভ্যানে লাশের স্তুপ, পরিচয় মিলেছে জড়িতদের

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৪৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪ ১০০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার আশুলিয়ায় ভ্যানে লাশ স্তূপ করে রাখার ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের শনাক্ত করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যম ইউএনবির এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার আশুলিয়া থানা পরিদর্শন শেষে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহমদ মুঈদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, তদন্তের সাপেক্ষে আমরা এখনই নাম প্রকাশ করছি না। খুব শিগগিরই তা আপনাদের জানানো হবে।

আহমদ মুঈদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার ও ডিবির কর্মকর্তাদের সমন্বয়ে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশ সর্বোচ্চ গুরুত্বের সাথে বিষয়টি খতিয়ে দেখছে। তদন্ত কমিটি নিরলসভাবে কাজ করছে। তবে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সুনির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেয়া হয়নি। অপরাধী যেই হোক না কেন তার নামে মামলা হবে। পুলিশও আইনের ঊর্ধ্বে নয়।

পুলিশের এই কর্মকর্তা বলেন, শুধু শিক্ষার্থীই নয়, অনেক পুলিশ সদস্যকেও পুড়িয়ে হত্যা করা হয়েছে। এছাড়া পুলিশ হত্যা মামলা হবে। মানবতাবিরোধী অপরাধ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মোকাবিলায় প্রধান উপদেষ্টার সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, দুই পুলিশ সদস্য একটি মৃতদেহের হাত-পা ধরে আগে থেকেই লাশ ভর্তি একটি ভ্যানের ওপর ছুড়ে মারছে। পরে এএফপির বাংলাদেশ অফিসের ফ্যাক্টচেকার কদরুদ্দিন শিশির এটিকে আশুলিয়া থানার কাছে একটি জায়গায় চিহ্নিত করে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক শোরগোল সৃষ্টি করে, যেখানে জড়িত কয়েকজন কর্মকর্তাকেও আশুলিয়া থানায় কর্মরত বলে চিহ্নিত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঢাকা জেলা পুলিশ সুপার আহমদ মুঈদ বললেন

ভ্যানে লাশের স্তুপ, পরিচয় মিলেছে জড়িতদের

সংবাদ প্রকাশের সময় : ১০:৪৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪

ঢাকার আশুলিয়ায় ভ্যানে লাশ স্তূপ করে রাখার ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের শনাক্ত করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যম ইউএনবির এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার আশুলিয়া থানা পরিদর্শন শেষে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহমদ মুঈদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, তদন্তের সাপেক্ষে আমরা এখনই নাম প্রকাশ করছি না। খুব শিগগিরই তা আপনাদের জানানো হবে।

আহমদ মুঈদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার ও ডিবির কর্মকর্তাদের সমন্বয়ে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশ সর্বোচ্চ গুরুত্বের সাথে বিষয়টি খতিয়ে দেখছে। তদন্ত কমিটি নিরলসভাবে কাজ করছে। তবে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সুনির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেয়া হয়নি। অপরাধী যেই হোক না কেন তার নামে মামলা হবে। পুলিশও আইনের ঊর্ধ্বে নয়।

পুলিশের এই কর্মকর্তা বলেন, শুধু শিক্ষার্থীই নয়, অনেক পুলিশ সদস্যকেও পুড়িয়ে হত্যা করা হয়েছে। এছাড়া পুলিশ হত্যা মামলা হবে। মানবতাবিরোধী অপরাধ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মোকাবিলায় প্রধান উপদেষ্টার সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, দুই পুলিশ সদস্য একটি মৃতদেহের হাত-পা ধরে আগে থেকেই লাশ ভর্তি একটি ভ্যানের ওপর ছুড়ে মারছে। পরে এএফপির বাংলাদেশ অফিসের ফ্যাক্টচেকার কদরুদ্দিন শিশির এটিকে আশুলিয়া থানার কাছে একটি জায়গায় চিহ্নিত করে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক শোরগোল সৃষ্টি করে, যেখানে জড়িত কয়েকজন কর্মকর্তাকেও আশুলিয়া থানায় কর্মরত বলে চিহ্নিত করা হয়।