সংবাদ শিরোনাম ::
ভোলাহাটে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ৪ জন আহত
ফেরদৌস সিহানুক (শান্ত)চাঁপাইনবাবগঞ্জ
- সংবাদ প্রকাশের সময় : ০১:২৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪ ৬১ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার একটি কেন্দ্রের কাছে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। বুধবার (৮ মে) সকাল ১০ টার দিকে উপজেলার পাঁচটিকরি আলিম মাদ্রাসা কেন্দ্রের কাছে সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোট কেন্দ্রে যাওয়ার আগেই চেয়ারম্যান প্রার্থী আব্দুল খালেক ও আনোয়ারুল ইসলামের সমর্থকরা তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে চারজন আহত হন। আহতদের মধ্যে সামসুল আজমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং মুনসুর আলীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ওসি সুমন কুমার জানান, ভোট কেন্দ্রের সীমানার বাইরে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আর কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক রয়েছে পুলিশ।