ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ভোট ১৫৬ উপজেলায়, চেয়ারম্যান পদে লড়ছেন ৬০৩ জন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৩৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪ ১০৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হবে মঙ্গলবার (২১ মে)। এই ধাপে ১৫৬ উপজেলায় ভোট। এরমধ্যে ২৪ উপজেলায় ভোট হবে ইভিএম এ। আর বাকিগুলোতে হবে ব্যালটে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টায় ভোট শুরু হবে। যা বিরতিহীন চলবে বিকেল ৪টা পর্যন্ত।

দ্বিতীয় ধাপে ১৫৭ উপজেলায় ভোট হওয়ার কথা ছিলো। তবে আদালতের নির্দেশে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তাই ১৫৬ উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে।

১৫৬ উপজেলায় ভোটকেন্দ্র ১৩ হাজার ১৬টি। এরমধ্যে দুর্গম ও উপকূলীয় অঞ্চল বিবেচনায় ৩০টি উপজেলার ৬৮৫ কেন্দ্রে সোমবার (২০ মে) ব্যালট পাঠানো হয়। বাকিগুলোতে আজ (মঙ্গলবার) সকালে ব্যালট পৌঁছবে।

উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন। ভোটের নিরাপত্তায় মাঠে রয়েছে পুলিশ, বিজিবি, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য।

দ্বিতীয় ধাপের ভোটে ১৫৬ উপজেলায় মোট এক হাজার ৮২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৬০৩ জন লড়ছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৬৯৩ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৫৯৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২২ জন প্রার্থী। এরমধ্যে ৭ জন চেয়ারম্যান, ৮ জন ভাইস চেয়ারম্যান ও ৭ জন মহিলা ভাইস চেয়ারম্যান।

উল্লেখ্য, উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে ৮ মে ১৩৯টি উপজেলায় নির্বাচন হয়। দ্বিতীয় ধাপে আজ ২১ মে ১৫৬টি উপজেলায় ভোট হবে। এছাড়া তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে এবং ৫ জুন চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভোট ১৫৬ উপজেলায়, চেয়ারম্যান পদে লড়ছেন ৬০৩ জন

সংবাদ প্রকাশের সময় : ১২:৩৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হবে মঙ্গলবার (২১ মে)। এই ধাপে ১৫৬ উপজেলায় ভোট। এরমধ্যে ২৪ উপজেলায় ভোট হবে ইভিএম এ। আর বাকিগুলোতে হবে ব্যালটে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টায় ভোট শুরু হবে। যা বিরতিহীন চলবে বিকেল ৪টা পর্যন্ত।

দ্বিতীয় ধাপে ১৫৭ উপজেলায় ভোট হওয়ার কথা ছিলো। তবে আদালতের নির্দেশে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তাই ১৫৬ উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে।

১৫৬ উপজেলায় ভোটকেন্দ্র ১৩ হাজার ১৬টি। এরমধ্যে দুর্গম ও উপকূলীয় অঞ্চল বিবেচনায় ৩০টি উপজেলার ৬৮৫ কেন্দ্রে সোমবার (২০ মে) ব্যালট পাঠানো হয়। বাকিগুলোতে আজ (মঙ্গলবার) সকালে ব্যালট পৌঁছবে।

উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন। ভোটের নিরাপত্তায় মাঠে রয়েছে পুলিশ, বিজিবি, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য।

দ্বিতীয় ধাপের ভোটে ১৫৬ উপজেলায় মোট এক হাজার ৮২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৬০৩ জন লড়ছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৬৯৩ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৫৯৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২২ জন প্রার্থী। এরমধ্যে ৭ জন চেয়ারম্যান, ৮ জন ভাইস চেয়ারম্যান ও ৭ জন মহিলা ভাইস চেয়ারম্যান।

উল্লেখ্য, উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে ৮ মে ১৩৯টি উপজেলায় নির্বাচন হয়। দ্বিতীয় ধাপে আজ ২১ মে ১৫৬টি উপজেলায় ভোট হবে। এছাড়া তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে এবং ৫ জুন চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে।