ভিনদেশী চর আওয়ামী রাজনীতি আর করতে দেয়া হবে না
- সংবাদ প্রকাশের সময় : ১১:৫২:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ ৬১ বার পড়া হয়েছে
বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিক আল্লামা মামুনুল হক বলেছেন বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকারী ভিনদেশী চর আওয়ামী রাজনীতি বাংলাদেশে আর করতে দেয়া হবে না।
রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নীলফামারী বড়মাঠে বাংলাদেশ খেলাফতে মজলিস নীরফামারী জেলা শাখার আযোজিত জন-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরোও বলেন, আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়বো।বংলার জমিনে মানুষের তৈরী আইন চলবেনা: আল্লাহ আইনের বিরুদ্ধে কোন আইন চলবে না।আগামী দিনে ইসলামের বাংলাদেশ গড়ে তুলতে হবে।
এই স্বাধীনতা আন্দোলনের ছাত্র-জনতার উদ্দেশে তিনি বলেন স্বাধীনতা আর্জন করা যতো কঠিন তার চেয়েও কঠিন স্বাধীনতা রক্ষা করা।আজকের নতুন অর্জিত বাংলাধেশ ভিনদেশী ষড়যন্তে ধুলিসৎ হয়ে না যায়। তাই আমাদের সজাগ থাকবে হবে।
বাংলাদেশ খেলাফত মজলিস নীলফামারী জেলা শাখার সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত জন-সমাবেশে আরোও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের যুগ্ন মহাসচিব মাওলনা জালাল উদ্দিন আহম্মেদ,যুগ্ন মহাসচিব মাওলনা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলনা এনামুল হক মুসা প্রমুখ।