ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ভারত থেকে খুনি এনে সালমান শাহকে হত্যা!

বিনোদন প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৫১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪ ১৩৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র সালমান শাহ অল্প সময়ের ক্যারিয়ারে লাখো দর্শকের হৃদয়ে আসন করে নিয়েছিলেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অকালে মৃত্যুবরণ করেন তিনি। মাত্র ২৫ বছর বয়সে ইস্কাটনের নিজ বাসায় ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এরপর দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করে।

তার মৃত্যুর ২৮ বছর পেরিয়ে গেলেও মৃত্যু রহস্যাবৃত। ২০২০ সালে পিবিআই দাবি করে যে সালমান আত্মহত্যা করেছিলেন। তারা জানায়, স্ত্রী সামিরার সাথে দাম্পত্য কলহ এবং শাবনূরের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের জেরে তিনি আত্মহত্যা করেন। তবে সালমান শাহর মা নীলা চৌধুরী এই সিদ্ধান্তকে কখনোই মেনে নেননি। তিনি বরাবরই দাবি করেন, তার ছেলে পরিকল্পিত হত্যার শিকার।

সম্প্রতি লন্ডন থেকে দেয়া সাক্ষাৎকারে নীলা চৌধুরী বলেন, সালমান আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। তার দাবি, সালমানকে হত্যার জন্য ভারত থেকে ভাড়া করা খুনিদের ব্যবহার করা হয়। আজিজ মোহাম্মদ ভাইসহ প্রভাবশালী ব্যক্তিরা এই হত্যাকাণ্ডে জড়িত।

তিনি আরও বলেন, তাকেও হুমকি দেয়া হয়েছে। তাকে গুম করার পরিকল্পনা করা হয়েছিল।

সালমান শাহের মা আরও অভিযোগ করেন, মামলার আসামি হিসেবে সালমানের স্ত্রী সামিরাকে কখনোই যথাযথভাবে জিজ্ঞাসাবাদ করা হয়নি। আসামিদের গ্রেপ্তার করা হয়নি। তিনি মামলাটি পুনরুজ্জীবিত করে সালমানের হত্যার ন্যায়বিচার দাবি করেন।

উল্লেখ্য, সালমান শাহ ১৯৭০ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভারত থেকে খুনি এনে সালমান শাহকে হত্যা!

সংবাদ প্রকাশের সময় : ১১:৫১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪

চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র সালমান শাহ অল্প সময়ের ক্যারিয়ারে লাখো দর্শকের হৃদয়ে আসন করে নিয়েছিলেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অকালে মৃত্যুবরণ করেন তিনি। মাত্র ২৫ বছর বয়সে ইস্কাটনের নিজ বাসায় ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এরপর দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করে।

তার মৃত্যুর ২৮ বছর পেরিয়ে গেলেও মৃত্যু রহস্যাবৃত। ২০২০ সালে পিবিআই দাবি করে যে সালমান আত্মহত্যা করেছিলেন। তারা জানায়, স্ত্রী সামিরার সাথে দাম্পত্য কলহ এবং শাবনূরের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের জেরে তিনি আত্মহত্যা করেন। তবে সালমান শাহর মা নীলা চৌধুরী এই সিদ্ধান্তকে কখনোই মেনে নেননি। তিনি বরাবরই দাবি করেন, তার ছেলে পরিকল্পিত হত্যার শিকার।

সম্প্রতি লন্ডন থেকে দেয়া সাক্ষাৎকারে নীলা চৌধুরী বলেন, সালমান আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। তার দাবি, সালমানকে হত্যার জন্য ভারত থেকে ভাড়া করা খুনিদের ব্যবহার করা হয়। আজিজ মোহাম্মদ ভাইসহ প্রভাবশালী ব্যক্তিরা এই হত্যাকাণ্ডে জড়িত।

তিনি আরও বলেন, তাকেও হুমকি দেয়া হয়েছে। তাকে গুম করার পরিকল্পনা করা হয়েছিল।

সালমান শাহের মা আরও অভিযোগ করেন, মামলার আসামি হিসেবে সালমানের স্ত্রী সামিরাকে কখনোই যথাযথভাবে জিজ্ঞাসাবাদ করা হয়নি। আসামিদের গ্রেপ্তার করা হয়নি। তিনি মামলাটি পুনরুজ্জীবিত করে সালমানের হত্যার ন্যায়বিচার দাবি করেন।

উল্লেখ্য, সালমান শাহ ১৯৭০ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন।