সংবাদ শিরোনাম ::
‘ভারতে আমার এই সফর দেশের মানুষের জন্য গৌরবের’
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১১:২১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এবারের ভারত সফর ছিলো দেশের মানুষের জন্য অত্যন্ত গৌরবের। এই সফরের ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো উচ্চতায় পৌঁছবে।
ভারতে দুই দিনের রাষ্ট্রীয় দ্বিপাক্ষিক সফরের বিস্তারিত তুলে ধরে প্রধানমন্ত্রী মঙ্গলবার (২৫ জুন) গণভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
এ সময় শেখ হাসিনা বলেন, এই সফরের সময় দু’দেশের মধ্যে সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য সম্প্রসারণসহ দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তি ও সমঝোতা স্মারকের বিষয়গুলো উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এতে করে দুই দেশের মানুষ বেশ উপকৃত হবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে নয়াদিল্লিতে দুই দিনের রাষ্ট্রীয় সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা তিন মেয়াদে বিজেপি সরকার গঠনের পর নয়াদিল্লিতে এটিই কোনো সরকারপ্রধানের প্রথম দ্বিপক্ষীয় সফর।