বললেন মির্জা ফখরুল
ভারতের সাথে থাকতে চাই, অন্যায় করলে ছাড় নয়
- সংবাদ প্রকাশের সময় : ০৭:১৮:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতিবেশী হিসেবে ভারতের সাথে আমরা থাকতে চাই। কিন্তু তারা আমাদের লোকদের সাথে অন্যায় অত্যাচার ও গুলি করে হত্যা করলে প্রতিবাদ করবোই।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারে থাকা অবস্থায় দেশকে ধ্বংস করে দিয়েছে। বিগত ১৭ বছর কেউ ভোট দিতে পারেনি। সবাই যাতে ভোট দিতে পারে সেই লক্ষ্যে কাজ করছে অন্তবর্তী সরকার। আমরা এই সময়টুকু বর্তমান সরকারকে দিতে চাই। আমাদের দায়িত্ব তাদের সহযোগিতা করা।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও হরিপুর উপজেলা বিএনপির আয়োজনে স্থানীয় ঈদগাহ ময়দানে সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।
এ সময় ওবায়দুল কাদরের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব এখন কোথায়? খুব তো বলেছিলেন পালাবো না, আওয়ামী লীগ পালাবার দল নয়, শুনেছি আপনি (ওবায়দুল কাদের) ভারতে পালায় গেছেন। ভারতে কেন পালালেন কার ভয়ে পালালেন, আমার ঠাকুরগাঁওয়ের বাসায় তো আসলেন না।
নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, জনগণের পাশে দাড়ান, আমাদের সংখ্যালঘু ভাইদের পাশে থেকে সাহস জোগান। সামনে তাদের দুর্গাপূজা। পূজা যাতে সুশৃংখল ভালো করতে পারে। তাদের জমি জায়গা আত্মীয়-স্বজনের উপর যাতে কোন আঘাত না আসে। সেদিকে লক্ষ্য রাখুন। আমরা এখন মুক্ত। কিন্তু আমরা যাতে মুক্তভাবে চলাচল করতে পারি। আওয়ামী লীগের মতো অত্যাচার অনাচার শুরু করলে আমাদেও দশা এমন হবে। আমরা যারা লড়াই সংগ্রাম করে এ পর্যন্ত এসেছি তাদের প্রতি অনুরোধ আপনারা মানুষের কাছে যান। কথা শুনুন। কারো উপর অত্যাচার জুলুম করবেন না।
মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ বিএনপির নেতাকর্মীদের নির্যাতনের জন্য ঘর তৈরী করেছে। নাম তার আয়না ঘর। দেশের সুনামধন্য ব্যাক্তি ধরে নিয়ে বছরের পর বছর নির্যাতন করতো। এখনো অনেক নেতাকর্মী সন্ধান আমরা পাইনি। ইলিয়াস আলী এখনো নিখোঁজ।