সংবাদ শিরোনাম ::
‘ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি করতে চায় বিএনপি’
চট্টগ্রাম ব্যুরো
- সংবাদ প্রকাশের সময় : ০৩:২২:৫১ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪ ১০১ বার পড়া হয়েছে
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি করতে চাইছে বিএনপি। শনিবার (২৩ মার্চ) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সভায় এ কথা বলেন তিনি।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, সোমালিয়ার জলদস্যুদের কাছে জিম্মি হওয়া নাবিকদের নিরাপত্তা সবার আগে। ওই জাহাজে প্রচুর দাহ্য পদার্থ আছে, তাই এমন কিছু করা যাবে না যাতে ক্ষতি হয়।
হাছান মাহমুদ বলেন, যত দ্রুত সম্ভব অপহৃত নাবিকদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। জাহাজ মালিক ও দস্যুদের সাথে যোগাযোগও হয়েছে। এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানও সহযোগিতা করছে। কম সময়ে উদ্ধারের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।