বললেন অতিরিক্ত পুলিশ কমিশনার
ভাতের হোটেল থাকবে না ডিবি কার্যালয়ে
- সংবাদ প্রকাশের সময় : ০১:১১:৩৫ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ৭২ বার পড়া হয়েছে
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে (ডিবি) আর কোনো আয়নাঘর থাকবে না। এমনকি থাকবে না কোনো ভাতের হোটেল। ডিবিকে জনবান্ধব হিসেবে গড়ে তোলা হচ্ছে। ডিবির কোনো সদস্য অন্যায় করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক শনিবার (৫ অক্টোবর) এক অনুষ্ঠানে এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, দুর্গাপূজার নিরবচ্ছিন্ন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে যেন নির্বিঘ্নে পূজা অনুষ্ঠিত হয়।
রেজাউল করিম মল্লিক বলেন, জনসাধারণের ভরসাস্থল হবে ডিবি। জনবান্ধন হিসেবে গড়ে তোলা হচ্ছে ডিবিকে। যারা অসহায়, ভুক্তভোগী তাদের কথা শুনবো। ডিবিকে মানুষের আস্থা ও ভালোবাসার স্থান হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। যদি ডিবির কোন সদস্য অন্যায় করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, ডিবি অফিসের নাম শুনলে অপরাধীরাই যেন ভয় পায়। আমি যতো দিন ডিবি প্রধানের দায়িত্ব পালন করবো ততোদিন ন্যায়নিষ্ঠা ও পেশাদারিত্ব, সততার সাথে দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ।