ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মৃতদের পরিবার পাবেন ২ লাখ টাকা

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:১৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪ ৯৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিয়ালদহের দিকে রওনা দিয়েছিলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ফাঁসিদেওয়ার রাঙাপানি স্টেশনের কাছে সোমবার (১৭ জুন) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে আচমকা ওই ট্রেনে পিছন দিক থেকে একটি মালগাড়ি এসে ধাক্কা দেয়।

এতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ৪টি কামরা লাইনচ্যুত হয়। এরমধ্যে অন্তত দু’টি কামরা মালবাহী। এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া হেছে। আহত ৩০-এর বেশি। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা।

এদিকে, ভারতের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের পরিবারকে দুই লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে।

এছাড়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পোষ্টে হ্যান্ডলে দুঃখপ্রকাশ করেছেন তিনি।

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার ফলে কলকাতা-শিলিগুড়ি রেল যোগাযোগ ব্যাহত হচ্ছে। রাজধানী এক্সপ্রেস, বন্দেভারত এক্সপ্রেস-সহ বেশ কিছু ট্রেনের গতিপথ বদল করা হয়েছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে সমাজমাধ্যমে বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আটকে যাওয়া যাত্রীদের উদ্ধারের জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের তরফে বাস পরিষেবার বন্দোবস্ত করা হয়েছে। আপাতত ১০টি বাস দুর্ঘটনাস্থলে রওনা দিয়েছে বলে জানান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রী জানান, হঠাৎ প্রবল ধাক্কা অনুভূত হয় ট্রেনের ভিতর। একবার নয়, পর পর ৪ বার ধাক্কা লাগে। যাত্রীরা একে অপরের উপরে পড়ে যান।

দুর্ঘটনাস্থলে রয়েছেন দেশটির রেলমন্ত্রী। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, তিনি দার্জিলিঙের উদ্দেশে রওনা দিচ্ছেন। ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যালোচনা করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মৃতদের পরিবার পাবেন ২ লাখ টাকা

সংবাদ প্রকাশের সময় : ০১:১৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪

নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিয়ালদহের দিকে রওনা দিয়েছিলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ফাঁসিদেওয়ার রাঙাপানি স্টেশনের কাছে সোমবার (১৭ জুন) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে আচমকা ওই ট্রেনে পিছন দিক থেকে একটি মালগাড়ি এসে ধাক্কা দেয়।

এতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ৪টি কামরা লাইনচ্যুত হয়। এরমধ্যে অন্তত দু’টি কামরা মালবাহী। এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া হেছে। আহত ৩০-এর বেশি। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা।

এদিকে, ভারতের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের পরিবারকে দুই লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে।

এছাড়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পোষ্টে হ্যান্ডলে দুঃখপ্রকাশ করেছেন তিনি।

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার ফলে কলকাতা-শিলিগুড়ি রেল যোগাযোগ ব্যাহত হচ্ছে। রাজধানী এক্সপ্রেস, বন্দেভারত এক্সপ্রেস-সহ বেশ কিছু ট্রেনের গতিপথ বদল করা হয়েছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে সমাজমাধ্যমে বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আটকে যাওয়া যাত্রীদের উদ্ধারের জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের তরফে বাস পরিষেবার বন্দোবস্ত করা হয়েছে। আপাতত ১০টি বাস দুর্ঘটনাস্থলে রওনা দিয়েছে বলে জানান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রী জানান, হঠাৎ প্রবল ধাক্কা অনুভূত হয় ট্রেনের ভিতর। একবার নয়, পর পর ৪ বার ধাক্কা লাগে। যাত্রীরা একে অপরের উপরে পড়ে যান।

দুর্ঘটনাস্থলে রয়েছেন দেশটির রেলমন্ত্রী। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, তিনি দার্জিলিঙের উদ্দেশে রওনা দিচ্ছেন। ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যালোচনা করবেন।