সংবাদ শিরোনাম ::
ব্যাংক বন্ধ থাকলেও খোলা এটিএম বুথ
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১০:৪২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪ ৬৮ বার পড়া হয়েছে
চলমান পরিস্থিতিতে রোববার (৫ আগস্ট) থেকে তিন দিনের (৫, ৬ ও ৭ আগস্ট) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এই সময়ে দেশের সব ব্যাংক, বিমা ও পুঁজিবাজার এবং ব্যাংকবর্হিভূত সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক ও শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (বিএসইসি) এই ছুটির আওতায় থাকবে।
রোববার (৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, সারা দেশে তিন দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এই সময় সব ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
তবে ব্যাংক বন্ধ থাকলেও এ সময়ে চালু রয়েছে ব্যাংকের এটিএম বুথ। ফলে গ্রাহকরা টাকা তুলতে পারবেন। এর পাশাপাশি ইন্টারনেট ব্যাংকিং ও মুঠোফোনে আর্থিক সেবা (এমএফএস) চালু।