ব্যাংক খোলা থাকবে ৪ ঘণ্টা!
- সংবাদ প্রকাশের সময় : ০৯:২০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০২৪ ৮৩ বার পড়া হয়েছে
চার ঘণ্টা করে সব বাণিজ্যিক ব্যাংক খোলা থাকব। আগামী বুধবার (২৪ জুলাই) ও বৃহস্পতিবার (২৫ জুলাই) এই দুইদিন বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৪ ঘণ্টা ব্যাংবে লেদদেন হবে। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সময়সূচি অনুযায়ী চালু থাকবে ব্যাংকিং কার্যক্রম।
মঙ্গলবার (২৩ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক সংবাদমাদ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বুধবার (২৪ জুলাই) থেকে সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে। এসময় বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংক চালু থাকবে।
তিনি আরও বলেন, স্ব স্ব ব্যাংক নির্ধারিত শাখা নির্ধারণ করবে। যেহেতু নিরাপত্তার বিষয় রয়েছে, এব্যাং কারণে ব্যাংকগুলো সিদ্ধান্ত নেবে তারা কোন এলাকায় কোন শাখা খোলা রাখবে।
এর আগে বুধবার (১৪ জুলাই) থেকে সরকারি-বেসরকারি অফিস বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা রাখার কথা জানায় জনপ্রসাশন মন্ত্রণালয়।