ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বেনজীরের আরো ১১৯ সম্পদ জব্দের আদেশ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:১৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪ ৮৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার স্ত্রী এবং ৩ সন্তানের আরো ১১৯টি স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (২৬ মে) ঢাকা মহানগর দায়রা জজ আসসামছ জগলুল হোসেন দু’দকের অপর এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দিয়েছেন।

এর আগে, ২৩ মে (বৃহস্পতিবার) সাবেক আইজিপি বেনজীর আহমেদের ৮৩টি দলিলের সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দু’দকের আবেদনের প্রেক্ষিতে বেনজীরের সম্পত্তি জব্দের আদেশ দেয়া হয়।

এদিকে, আগের আদেশে ৮৩টি সম্পত্তি ও ৩৩টি ব্যাংক হিসাব জব্দ করার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। দুদকের আইনজীবী খুরশীদ আলম এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বেনজীর আহমেদ আইজিপি ছিলেন। তার আগে, তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০২১ সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাব এবং র‍্যাবের সাবেক ও বর্তমান যে ৭ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয়, এরমধ্যে বেনজীর আহমেদের নামও ছিলো। তখন তিনি আইজিপির দায়িত্বেই ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বেনজীরের আরো ১১৯ সম্পদ জব্দের আদেশ

সংবাদ প্রকাশের সময় : ০৭:১৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪

সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার স্ত্রী এবং ৩ সন্তানের আরো ১১৯টি স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (২৬ মে) ঢাকা মহানগর দায়রা জজ আসসামছ জগলুল হোসেন দু’দকের অপর এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দিয়েছেন।

এর আগে, ২৩ মে (বৃহস্পতিবার) সাবেক আইজিপি বেনজীর আহমেদের ৮৩টি দলিলের সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দু’দকের আবেদনের প্রেক্ষিতে বেনজীরের সম্পত্তি জব্দের আদেশ দেয়া হয়।

এদিকে, আগের আদেশে ৮৩টি সম্পত্তি ও ৩৩টি ব্যাংক হিসাব জব্দ করার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। দুদকের আইনজীবী খুরশীদ আলম এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বেনজীর আহমেদ আইজিপি ছিলেন। তার আগে, তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০২১ সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাব এবং র‍্যাবের সাবেক ও বর্তমান যে ৭ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয়, এরমধ্যে বেনজীর আহমেদের নামও ছিলো। তখন তিনি আইজিপির দায়িত্বেই ছিলেন।