বেগম জিয়ার সুস্থতা কামনায় রাঙামাটিতে বিএনপির দোয়া
- সংবাদ প্রকাশের সময় : ১২:১৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ৪১ বার পড়া হয়েছে
রাঙামাটিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এবং আওয়ামী স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করেছে নানিয়ারচর বিএনপি।
শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার বুড়িঘাটে দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিলে অংশ নেন দলের নেতারা-কর্মীরা। এতে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা বিএনপি সভাপতি মো. নুরুজ্জামান।
৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি শাহ জাহানের সভাপতিত্বে এসময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন, জেলা বিএনপি সদস্য ও সাবেক ইউপি সদস্য জহিরুল ইসলাম, নানিয়ারচর উপজেলা সহ-সভাপতি রনো চাকমা, নুর ইসলাম (বড় মিয়া), যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস মিয়া, ৩নং বুড়িঘাট ইউনিয়ন বিএনপি সভাপতি মো. সফি, মহিলা দলের আহ্ববায়ক বিলকিস বেগমসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছাত্রনেতা মো. হেলালের সঞ্চালনায় বক্তারা বলেন, স্বৈরাচারী শাসনের মাধ্যমে দেশ কে গত ১৬টা বছর অন্যায়ভাবে শাসন করেছে আওয়ামী লীগ। জুলাই-আগস্ট বিপ্লবের পরে আজও তারা বিভিন্নভাবে ষড়যন্তের জাল বিছিয়ে চলেছে।
সভাপতির বক্তব্যে নুরুজ্জামান বলেন, আসন্ন দুর্গাপূজা ও কঠিন চিবর দান অনুষ্ঠানে আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। আপনারা সচেতন থাকবেন। কোন ভাবেই যেন আওয়ামী দোসররা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।