সংবাদ শিরোনাম ::
বৃষ্টি নিয়ে নতুন তথ্য দিলো আবহাওয়া অফিস
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১১:৫৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
স্থল নিম্নচাপটি ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করলেও এর প্রভাব বাংলাদেশে রয়েছে। সমুদ্র বন্দরকে ৩ নাম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) এক ব্রিফিংয়ে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এসব বলেন।
এ সময় তিনি বলেন, খুলনা রাজশাহী রংপুর, বিভাগে অতি বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাপমাত্রা বৃদ্ধি পেতে পার ১ থেকে ৩ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত। সোমবার (১৬ সেপ্টেম্বর) মাঝারি বৃষ্টিপাত হতে পারে। মৌসুমি বায়ুর সক্রিয়তার কারনে ২২ তারিখ থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তিনি জানান, ঢাকায় গত ২৪ ঘণ্টায় ১৩৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে আরিচায় ১৮৯ মিলিমিটার। গত ২৪ ঘন্টায় কক্সবাজারে ১৮ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে।