সংবাদ শিরোনাম ::
বুদ্ধ পূর্ণিমা আজ
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১২:৫৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪ ১৪৪ বার পড়া হয়েছে
দেশের বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা আজ বুধবার (২২ মে)। দিনটি উপলক্ষে সারা দেশে বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধ পূজা, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, প্রভাত ফেরি, আলোচনা সভা, প্রদীপ প্রজ্বলন, সমবেত প্রার্থনা, ধ্যান ও বুদ্ধ পূজা অনুষ্ঠিত হবে।
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। দিসটি উপলক্ষে বুধবার সরকারি ছুটি।
বুধবার (২২ মে) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংবর্ধনা দিবেন। বিকেল ৪টায় বৌদ্ধ নেতাদের সংবর্ধনা শুরু হবে।
এদিকে, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৌদ্ধ সম্প্রদায়সহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখতে বদ্ধপরিকর।