বুড়িগঙ্গায় তেলবাহী ট্রলারে আগুন, এক শ্রমিকের মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলের ড্রামবাহী ট্রলারে আগুনের ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন৷ এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো একজন৷
বুধবার (২৬ জুন) দুপুর দেড়টায় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ফতুল্লা ডিপোর জেটিতে নোঙর করা ট্রলারে আগুন লাগে।এরপর বিকেল পৌনে ৪টার দিকে আগুন নেভানো সম্ভব হয়নি, তবে আগুন নিয়ন্ত্রণে আছে । এ তথ্য জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরউদ্দিন আহমেদ৷
তিনি বলেন, জ্বালানি দাহ্য তেল হওয়ায় আগুন নেভাতে সময় লাগবে৷ আগুন নেভাতে ১০টি ইউনিট কাজ করছে। এ ঘটনায় দগ্ধ হয়ে একজন শ্রমিক মারা গেছে৷ এছাড়া নিখোঁজ রয়েছেন আরো একজন৷
জানা যায়, আগুন লাগার পর বিকট শব্দে বিস্ফোরণ হয়৷ এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ ট্রলারে থাকা জ্বালানিভর্তি ড্রাম বিস্ফোরিত হয়েছে বলে ধারণা পুলিশের৷
মেঘনা ডিপোর ইনচার্জ জিয়াউর রহমান জানান, ডিপো থেকে তেলভর্তি করে ড্রামগুলো ট্রলারযোগে বরিশালের মনপুরায় যাবার কথা ছিলো৷ হঠাৎ দুপুরে আগুনের ঘটনা ঘটে। এতে ট্রলারে থাকা পেট্রোল, ডিজেলের ড্রামগুলো বিস্ফোরিত হয়।