বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৩তম শাহাদাত বার্ষিকী পালিত
- সংবাদ প্রকাশের সময় : ০৪:২১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪ ২১ বার পড়া হয়েছে
নড়াইলে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৩তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। মহান মুক্তিযুদ্ধে (৫ সেপ্টেম্বর) তারিখের এ দিনে যশোর জেলার গোয়ালহাটি গ্রামে পাক হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শাহাদতবরণ করেন এই বীর যোদ্ধা।
বৃহস্পতিবার (৫সেপ্টেম্বর) নূর মোহাম্মদ নগরে কোরআনখানি,শোভাযাত্রা, স্মৃতিসৌধে গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,নড়াইল জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী,জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক জুবায়ের হোসেন চৌধুরী,অতিরিক্ত জেলা প্রশাসকএম এম আরাফাত হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়া প্রমুখ ।
ওই দিন পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ এবং দলীয় সঙ্গীদের জীবন ও অস্ত্র রক্ষা করতে গিয়ে শহীদ হন নূর মোহাম্মদ। যশোরের শার্শা উপজেলার কাশিপুরে তাকে সমাহিত করা হয়। মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করা হয়।