বিশ্বব্যাপী সব যুদ্ধ বন্ধের আহবান প্রধানমন্ত্রীর
- সংবাদ প্রকাশের সময় : ১০:২২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ৭৪ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাপী সব যুদ্ধ বন্ধের আহবান জানিয়েছেন । আলোচনার মাধ্যমেই যেকোন সংকটের সমাধান সম্ভব, তাই যুদ্ধের বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হতে হবে, বলেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে থাইল্যান্ডের ব্যাংককে জাতিসংঘের এশিয় ও প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতা বিষয়ক সংস্থা ইউএনএসক্যাপের সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এর আগে ৬ দিনের সফরে বুধবার থাইল্যান্ডে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৪ এপ্রিল) দুপুরে ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের একটি সম্মেলনে যোগ দেবেন এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এরপর দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, ভিসা ও জ্বালানি খাতে সহযোগিতার বিষয়ে ৫টি দলিল সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে জাতীয় নির্বাচনে জয়ী হয়ে টানা চতুর্থবার সরকার গঠন এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথম দ্বিপক্ষীয় সফরে থাইল্যান্ড গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।