সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরলো টাইগাররা
ক্রীড়া প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১০:২৯:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪ ৯৪ বার পড়া হয়েছে
টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শেষে দেশে ফিরলো টাইগাররা। শুক্রবার (২৮ জুন) সকাল ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন বাাংলাদেশের ক্রিকেটাররা।
চলতি বিশ্বকাপের আসরে তিনটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। এক আসরে সর্বোচ্চ ৩ ম্যাচ জয়ের নজির এবারই গড়লো শান্ত বাহিনী।
গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে দুই উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। এর পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে চার রানে হেরে যায়। গ্রুপ পর্বে শেষ দুই ম্যাচে নেদারল্যান্ডস এবং নেপালকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট নিশ্চিত করে বাংলাদেশ।
সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে বোলিং নৈপুণ্যে আফগানিস্তানকে ১১৫ রানের বেশি করতে দেয়নি বাংলাদেশে। সেমিফাইনালে যেতে হেলে ১২ দশমিক ১ ওভারে ১১৬ রান করতে হতো টাইগারদের। কিন্তু সেই টার্গেট পূরণ করতে পারেনি টাইগারররা।