সংবাদ শিরোনাম ::
বিশেষ ফ্লাইটে বাংলাদেশ ছাড়লো ভারতীয় হাইকমিশনের ১৯০ জন
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৩:১৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ৭৪ বার পড়া হয়েছে
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন থেকে ১৯০ জন কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নিয়েছে ভারত।
ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে জানানো হয়, এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে ১৯০ জন অপ্রয়োজনীয় কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের ঢাকা থেকে ভারতে নিয়ে যাওয়া হয়।
তবে প্রয়োজনীয় কূটনীতিকরা এখনো বাংলাদেশে রয়েছেন। মিশনগুলো তাদের কাজ করছে বলে প্রতিবেদনে জানানো হয়। ঢাকার হাইকমিশনে এখনো ২০ থেকে ৩০ জন সিনিয়র স্টাফ রয়েছে।
এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, প্রায় ১৯ হাজার ভারতীয় বর্তমানে বাংলাদেশে বসবাস করছে এবং সরকার তার কূটনৈতিক মিশনের মাধ্যমে অবিচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখছে।