সংবাদ শিরোনাম ::
বিভাগীয় উদ্ভাবনী মেলার সমাপনী
সোহরাব হোসেন সৌরভ, রাজশাহী
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ১১৪ বার পড়া হয়েছে
রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে দুই দিনব্যাপী উদ্ভাবনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ সময় বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর উপস্থিত ছিলেন।
এ বছর মেলায় ২৮টি স্টল উদ্ভাবনী ধারণা প্রদর্শন করে। এরমধ্যে প্রধম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়।
সেরা উদ্ভাবকের পুরস্কার পেয়েছেন ডা. মো. নরুল ইসলাম। দ্বিতীয়পুরস্কার পেয়েছেন রাজশাহী ওয়াসার সহকারী প্রকৌশলী মো. ফারহান শাহরিয়ার দ্বিতীয়। তৃতিয় পুরস্কার পেয়েছেন নাটোর জেলা প্রশাসক আবু নাসের ভূঁইয়া।