বিদেশগামী নারীকে ধর্ষণ, আদম ব্যবসায়ী আটক
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৫:১২ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
যশোরে বিয়ের প্রলোভন দেখিয়ে একজন বিদেশ গমন প্রত্যাশী নারীর সাথে দৈহিক সম্পর্ক করে বিদেশ প্রেরণ করে আদম ব্যবসায়ী শামীম। ভুক্তভোগী ওই নারী এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনায় মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে ভুক্তভোগী ওই নারী কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।
আসামি শামীম মন্ডল (৪২) যশোরের মনিরামপুর উপজেলার নূর আলী বিশ্বাসের ছেলে।
যশোর ডিবি পুলিশের উপ-পরিদর্শক মফিজুল ইসলাম জানান, ডিবির একটি টিম মামলার তদন্তে নেমে বুধবার (৯ অক্টোবর) ভোরে অভয়নগর উপজেলার গোয়াখোলা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী শামীম মন্ডলকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ঘটনার দায় স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, আদম ব্যবসায়ী শামীম একাধিক ব্যক্তিকে বিদেশ প্রেরণ করে যার মধ্যে অনেক ব্যক্তি কর্ম না পেয়ে ফেরত চলে আসলেও টাকা ফেরত না দিয়ে টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। আসামী শামীম এর বিরুদ্ধে চুরি মামলাসহ একাধিক মামলা রয়েছে। আসামির নিকট থেকে তিনটি এনআইডি কার্ড উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।