ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

‘বিএনপি পরজীবী দলে পরিণত হয়েছে’

বগুড়া প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৩৮:১১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্র মন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, বিএনপির আন্দোলন করার ক্ষমতা নেই, তাই কোটা আন্দোলনে ঝুঁকেছে। বিএনপি এখন পরজীবি দলে পরিণত হয়েছে।

তিনি কোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজনৈতিক অপশক্তির ক্রীড়ানক না হওয়ার আহবান জানিয়ে বলেন, সরকার শিক্ষার্থীদের প্রতি সহনাভুতিশীল তবে আদালতের সিদ্ধান্তের বাইরে যেতে পারে না।

শনিবার (১৩ জুলাই) বিকালে বগুড়ায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে বগুড়া জেলা আওয়ামী লীগের আয়োজনে প্রবীণ নেতৃবৃন্দের সংবর্ধনা এবং প্রয়াত নেতৃবৃন্দের মরণোত্তর সম্মননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, একসময় বলা হতো আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না। কিন্তু পর পর ৪ মেয়াদে সরকার গঠন করেছে। এর কারণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সব কিছুকে উপেক্ষা করে দেশের মানুষের জন্য ত্যাগ শিকারের প্রত্যয়,দৃঢ় নেতৃত্ব ও দলের কর্মীদের আস্থা। শেখ হাসিনা আজ শুধু দলের নেত্রী বা প্রধানমন্ত্রী নন। তিনি বিশ্বের অন্যতম নেতা।

পররাষ্ট্র মন্ত্রী আরও বলেন, দলে কিছু সুবিধাবাধী ঢুকেছে এবং কিছু সুবিধাবাদী হয়ে গেছে। এদের হাত থেকে এবং অনুপ্রবেশকারীদের হাত থেকে দলকে রক্ষা করতে হবে। কারো কারণে দলে কালো দাগ পড়লে তা অপসারণ করতে হবে।সুবিধাবাধীদের চিহ্নিত করতে হবে। রাজনীতি অর্থবিত্ত উপার্জনের সোপান নয়, একটি ব্রত। আওয়ামীলীগের নেতাকর্মীদের এটিকে ব্রত হিসাবে নিতে হবে। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন স্বস্তির ঢেকুর তোলার সময় নেই। কারণ রাজতৈনিক প্রতিপক্ষ আওয়ামী লীগকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। নিজেদের আন্দোলন করার ক্ষমতা না থাকায় কোটা নিয়ে ঝুঁকেছে।

শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান এমপি’র সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য ডাঃ মোস্তফা আলম নান্নু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বগুড়া ৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। এছাড়া বগুড়া-৩ আসনের সংসদ সদস্য খান মোহাম্মাদ সাইফুল্লাহ আল মেহেদীসহ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘বিএনপি পরজীবী দলে পরিণত হয়েছে’

সংবাদ প্রকাশের সময় : ১১:৩৮:১১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্র মন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, বিএনপির আন্দোলন করার ক্ষমতা নেই, তাই কোটা আন্দোলনে ঝুঁকেছে। বিএনপি এখন পরজীবি দলে পরিণত হয়েছে।

তিনি কোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজনৈতিক অপশক্তির ক্রীড়ানক না হওয়ার আহবান জানিয়ে বলেন, সরকার শিক্ষার্থীদের প্রতি সহনাভুতিশীল তবে আদালতের সিদ্ধান্তের বাইরে যেতে পারে না।

শনিবার (১৩ জুলাই) বিকালে বগুড়ায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে বগুড়া জেলা আওয়ামী লীগের আয়োজনে প্রবীণ নেতৃবৃন্দের সংবর্ধনা এবং প্রয়াত নেতৃবৃন্দের মরণোত্তর সম্মননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, একসময় বলা হতো আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না। কিন্তু পর পর ৪ মেয়াদে সরকার গঠন করেছে। এর কারণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সব কিছুকে উপেক্ষা করে দেশের মানুষের জন্য ত্যাগ শিকারের প্রত্যয়,দৃঢ় নেতৃত্ব ও দলের কর্মীদের আস্থা। শেখ হাসিনা আজ শুধু দলের নেত্রী বা প্রধানমন্ত্রী নন। তিনি বিশ্বের অন্যতম নেতা।

পররাষ্ট্র মন্ত্রী আরও বলেন, দলে কিছু সুবিধাবাধী ঢুকেছে এবং কিছু সুবিধাবাদী হয়ে গেছে। এদের হাত থেকে এবং অনুপ্রবেশকারীদের হাত থেকে দলকে রক্ষা করতে হবে। কারো কারণে দলে কালো দাগ পড়লে তা অপসারণ করতে হবে।সুবিধাবাধীদের চিহ্নিত করতে হবে। রাজনীতি অর্থবিত্ত উপার্জনের সোপান নয়, একটি ব্রত। আওয়ামীলীগের নেতাকর্মীদের এটিকে ব্রত হিসাবে নিতে হবে। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন স্বস্তির ঢেকুর তোলার সময় নেই। কারণ রাজতৈনিক প্রতিপক্ষ আওয়ামী লীগকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। নিজেদের আন্দোলন করার ক্ষমতা না থাকায় কোটা নিয়ে ঝুঁকেছে।

শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান এমপি’র সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য ডাঃ মোস্তফা আলম নান্নু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বগুড়া ৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। এছাড়া বগুড়া-৩ আসনের সংসদ সদস্য খান মোহাম্মাদ সাইফুল্লাহ আল মেহেদীসহ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।