সংবাদ শিরোনাম ::
‘বিএনপি-জামায়াত আগের মতোই অগ্নি সন্ত্রাস করছে’
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১১:৪৫:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অতীতের মতোই বিএনপি জামায়াত অগ্নি সন্ত্রাস করেছে। এবার তারা গান পাউডার ব্যবহার করেছে। দেশের সম্মান নষ্ট করতে এখনো ফোন করে লন্ডনে বসে বিশ্বব্যাপী প্রবাসীদের উসকে দিচ্ছে। শুক্রবার (২৬ জুলাই) সকালে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন ভবন পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমি শিক্ষার্থীদের রাজাকার বলিনি, আমার বক্তব্য বিকৃত করা হয়েছে। শিক্ষার্থীরাই নিজেদের রাজাকার বলে স্নোগান দিয়েছে।
শেখ হাসিনা বলেন, যারা ধ্বংসের সাথে জড়িত, আনাচে-কানাচে যেসব হামলাকারী লুকিয়ে রয়েছে, তাদের খুঁজে বের করে সাজা নিশ্চিত করতে দেশের জনগণকে সহযোগিতা করতে হবে।