সংবাদ শিরোনাম ::
বাস-ট্রাক সংঘর্ষ, ঢাকা-সিলেট মহাসড়কে ৫ কিলোমিটার যানজট
নিজস্ব প্রতিবেদক,ব্রাহ্মণবাড়িয়া
- সংবাদ প্রকাশের সময় : ০৭:০২:১০ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বীরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ট্রাকচালকসহ ৫ জন আহত হয়েছেন। ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান,সিলেট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী দিগন্ত পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিলো। পথিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বীরপাশা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এ সময় বাসের পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।
খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আশীষ কুমার বলেন,দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।