সংবাদ শিরোনাম ::
বাস চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু
গাজীপুর প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ১০:০৪:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ ৭৪ বার পড়া হয়েছে
গাজীপুরে কালিয়াকৈরে বাসচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। রোববার (১৪ এপ্রিল) রাত ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলো- আসিফ ও তার স্ত্রী তানজিম।
জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস এলাকায় মহাসড়ক পারাপারের সময় টাঙ্গাইলগামী মাহী স্পেশাল পরিবহনের একটি দ্রুতগামী বাস আসিফ মাহমুদ ও তার স্ত্রী তানজিমকে চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নেয়ার পথেই তাদের মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
নাওজোড় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন বলেন, স্বামী-স্ত্রী নিহতের ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক।