ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জানিয়েছে আইএসপিএবি

বাসা-বাড়িতে রাতেই চালু হতে পারে ব্রডব্যান্ড ইন্টারনেট

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:১৭:০৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪ ৮১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন-আইএসপিএবি জানিয়েছে, বুধবার রাতের মধ্যেই বাসা-বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হতে পারে। বুধবার (২৪ জুলাই) সংবাদ মাধ্যমকে এই তথ্য জানানো হয়।

টানা ৫ দিন পর মঙ্গলবার (২৩ জুলাই) রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়েছে। ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও এখনো মোবাইল ইন্টারনেট বন্ধ রয়েছে। আবার ব্রডব্যান্ড ইন্টারনেট দিয়েও ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ করা যাচ্ছে না। তবে কবে নাগাদ এসব সামাজিক যোগাযোগ মাধ্যম স্বাভাবিক হবে তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে, মোবাইল ইন্টারনেট দ্রুত চালু করার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সংস্থার চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ বলেছেন, বুধবার (২৪ জুলাই) মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে বৈঠক হতে পারে। সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিটিআরসি চেয়ারম্যান ব্রডব্যান্ড ইন্টারনেটের বিষয়ে জানিয়েছেন, প্রথমে সরকারি হাসপাতাল, ডেসকো, ওয়াসা, এবং ব্যাংকগুলোতে ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। এরপর জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বিভিন্ন গণমাধ্যমের অফিস, বাণিজ্যিক এলাকা, বাংলাদেশ রেলওয়ে, তথ্যপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠানগুলোতে ইন্টারনেট দেয়া হয়েছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে দুর্বৃত্তরা আগুন দেয়। এরপর রাত থেকে বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জানিয়েছে আইএসপিএবি

বাসা-বাড়িতে রাতেই চালু হতে পারে ব্রডব্যান্ড ইন্টারনেট

সংবাদ প্রকাশের সময় : ০৩:১৭:০৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪

দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন-আইএসপিএবি জানিয়েছে, বুধবার রাতের মধ্যেই বাসা-বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হতে পারে। বুধবার (২৪ জুলাই) সংবাদ মাধ্যমকে এই তথ্য জানানো হয়।

টানা ৫ দিন পর মঙ্গলবার (২৩ জুলাই) রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়েছে। ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও এখনো মোবাইল ইন্টারনেট বন্ধ রয়েছে। আবার ব্রডব্যান্ড ইন্টারনেট দিয়েও ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ করা যাচ্ছে না। তবে কবে নাগাদ এসব সামাজিক যোগাযোগ মাধ্যম স্বাভাবিক হবে তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে, মোবাইল ইন্টারনেট দ্রুত চালু করার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সংস্থার চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ বলেছেন, বুধবার (২৪ জুলাই) মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে বৈঠক হতে পারে। সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিটিআরসি চেয়ারম্যান ব্রডব্যান্ড ইন্টারনেটের বিষয়ে জানিয়েছেন, প্রথমে সরকারি হাসপাতাল, ডেসকো, ওয়াসা, এবং ব্যাংকগুলোতে ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। এরপর জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বিভিন্ন গণমাধ্যমের অফিস, বাণিজ্যিক এলাকা, বাংলাদেশ রেলওয়ে, তথ্যপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠানগুলোতে ইন্টারনেট দেয়া হয়েছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে দুর্বৃত্তরা আগুন দেয়। এরপর রাত থেকে বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা।