বাসাইলে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
- সংবাদ প্রকাশের সময় : ০৮:২৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ ১০৯ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের বাসাইলে ৬০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুম মিলনায়তনে এসব বাইসাইকেল তুলে দেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম।
ইউএনও শাহ্রুখ খানের সভাপতিত্বে অনুষ্ঠানের উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, বাসাইল পৌরভার মেয়র রাহাত হাসান টিপু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, বাসাইল থানার তদন্ত কর্মকর্তা আবু হানিফ, সরকারী জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল প্রমুখ।
এছাড়াও উপজেলার ৬ ইউনিয়নের চেয়ারম্যান, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষার্থীদের অভিভাবকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করণের লক্ষ্যে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়। সেই অনুযায়ী উপজেলার ৬টি ইউনিয়নের মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন বিদ্যালয়ের ৬০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী বাছাই করে তাদের মাঝে সাইকেল বিতরণ করা হয়।