বাবার কবর জিয়ারত করলেন নিজামীপুত্র মোমেন
- সংবাদ প্রকাশের সময় : ০২:৫৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
লন্ডন থেকে দেশে ফেরার পরদিন পাবনার সাঁথিয়ায় বাবার কবর জিয়ারত করলেন জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর বড় ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। এ সময় জেলার সর্বস্তরের মানুষের ঢল নামে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা থেকে বাঘাবাড়ি মোড়ে আসেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। সেখান থেকে নেতাকর্মীরা বিশাল বহর নিয়ে শুভেচ্ছা জানান।
এরপর বেড়ার সিঅ্যান্ডবি মোড়ে পথসভা শেষে দুপুর ১টার দিকে সাঁথিয়ার মনমথপুর কবরস্থানে বাবার কবর জিয়ারত করেন।
এসময় পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, বেড়া উপজেলা জামায়াতের আমির ডা.আব্দুল বাছেদ, পাবনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সালেহ মো. আব্দুল্লাহ, সাঁথিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোখলেছুর রহমান, ধোপাদহ ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল মান্নান মাস্টারসহ ঊর্ধ্বতন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, লন্ডন থেকে গতকাল শুক্রবার ঢাকার বিমানবন্দরে এসে পৌঁছান ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। সেখানে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা শুভেচ্ছা জানান। এরপর শনিবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে প্রথমে সিরাজগঞ্জের বাঘাবাড়ি মোড়ে আসেন। সেখানে হাজার হাজার নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে তাকে রিসিভ করেন।
এরপর সেখান থেকে ১২টার দিকে বেড়ার সিঅ্যান্ডবি গোল চত্বরমোড়ে পথসভা শেষ সাঁথিয়ার পারিবারিক কবরস্থানে বাবার কবর জিয়ারত করেন। এসময় হাজারো মানুষের ঢল নামে। নেতাকর্মী ব্যানার-ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে জড়ো হোন।
সাঁথিয়ায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান বলেন, জামায়াতে ইসলামীর সাবেক আমীর মতিউর রহমান নিজামীকে মিথ্যা মামলায় ফাঁসি দিয়েছে হাসিনা সরকার।
উল্লেখ্য, ২০১৬ সালের (১০ মে) রাত ১২টা এক মিনিটে জামায়াত আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করা হয়। এরপর পরদিন ১১ মে সকালে সাঁথিয়ার মনমথপুর ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পরে দিনব্যাপী ৪৬টি জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।