বাড়িতে ডেকে নিয়ে যুবককে হত্যা
- সংবাদ প্রকাশের সময় : ১০:২১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাড়িতে ডেকে নিয়ে এক যুবককে হত্যা করা হয়েছে। নিহতের নাম-হৃদয় (২৫)। বৃহস্পতিবার (১৩ জুন)সকালে উপজেলার যাত্রাপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহত হৃদয় যাত্রাপুর গ্রামের মো: জসিম উদ্দিনের ছেলে।
এদিকে, এ ঘটনার পর পুলিশ বাড়ির পাশে লুকিয়ে থাকা ঘাতক মাদক ব্যবসায়ী রুবেলকে গ্রেফতার করছে। রুবেলের বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণসহ একাধিক মামলা রয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার (১৩ জুন) সকালে হৃদয়কে বাড়ি থেকে ডেকে মাদক ব্যবসায়ী রুবেল তার বাড়িতে নিয়ে যায়। তার বাড়ির উঠোনে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে হৃদয়কে ছুরিকাঘাত করে রুবেল পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন হৃদয়কে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে আশংকাজনক অবস্থায় ঢাকা নিয়ে যাওয়ার পথে ভৈরব এলাকায় মারা যায়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ আহম্মেদ জানান, হত্যার ঘটনার মূলহোতা রুবেলকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।