বাজেটে বরাদ্দ বেড়েছে সুপ্রিম কোর্টের
- সংবাদ প্রকাশের সময় : ০৬:২১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ ৬৮ বার পড়া হয়েছে
২০২৪-২৫ অর্থবছরে সুপ্রিম কোর্টের জন্য ২৪৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেটে সুপ্রিম কোর্টের জন্য বরাদ্দ ছিলো ২৩৬ কোটি টাকা।
আরও পড়ুন : ১৫ শতাংশ কর দিলেই কালো টাকা সাদা!
বৃহস্পতিবার (৬ জুন) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজেট বক্তৃতায় এই প্রস্তাব পেশ করেন।
জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন শুরু হয়। বিকেল ৩টায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এই বাজেট উপস্থাপন শুরু করেন। এর আগে বৃহস্পতিবার (৬ জুন) প্রস্তাবিত এ বাজেট অনুমোদন করে মন্ত্রিসভা। বিশেষ বৈঠকে বাজেট প্রস্তাব অনুমোদন হয়। এ বাজেটের প্রতিপাদ্য ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার।’
দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়। অনুমোদিত এ বাজেট দেশের ৫৩তম। আওয়ামী লীগ সরকারের ২৫তম। অর্থমন্ত্রী হিসেবে আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট।