বাগেরহাটে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৩২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে
বাগেরহাটর সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নে স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে হামলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় বারুইপাড়া ইউনিয়ন যুবদল নেতা হাসিব বিশ্বাস (৪৮) গুরুত্বর আহত হয়। হাসিব বিশ্বাস সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের হাবিবুর বিশ্বাসের ছেলে।
জানা যায়, সোমবার সন্ধায় কোদলা মাঠের পাশে একটি চায়ের দোকানে যুবদল নেতা হাসিব বিশ্বাস বসে ছিলেন। এ সময় ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক কালাম নকিবের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লিয়াকত আলী ,কালাম নকিব ছাড়াও শরিফুর রহমান বিশ্বাস, রুস্তুম নকিব, কবির নকিব, আকরাম নকিব, রেজাউল নকিব হামলা করে। এতে যুবদল নেতা হাসিব বিশ্বাস গুরুত্বর আহত হয়। এ সময় স্থানীয় লাভলু ফকির, আলাল শেখ, ইলিয়াস শেখ, সালাম শেখ আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসিব বিশ্বাসকে বাগেরহাট সদর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।