বাগানের ভেতরে মাটিচাপা বিধবার মরদেহ, গলায় ওড়না পেচোনো
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৪০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪ ৭৪ বার পড়া হয়েছে
যশোরে এক বিধবাকে শ্বাসরোধে হত্যার পর মাটিচাপা দেয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ জুলাই) দুপুর ২টার দিকে সদর উপজেলার ফতেপুর সন্যাসী বটতলা এলাকায় বাগানের ভেতরে মাটি খুড়ে সোনাবানু (৪০) নামে বিধবার মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন সোনাবানু। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে শুক্রবার (১২ জুলাই) দুপুরে নিহতের বাড়ির অদূরে একটি বাগানের ভেতর ছড়ানো ছিটানো মাটি দেখতে পান স্বজনরা। এরপর পুলিশ এসে মাটি খুড়ে সোনাবানুর মরদেহ উদ্ধার করে। মরদেহের গলায় ওড়না পেচোনো ছিলো। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
এদিকে, নিহতের স্বজনদের দাবি, সোনাবানু স্বামী মারা যাওয়ার পর এক সন্তান নিয়ে দ্বিতীয় বিয়ে করেন। সেই স্বামীর আগের ঘরের স্ত্রী সন্তান ছিলো। দ্বিতীয় স্বামীর ঘরে সোনাবানুর আরও দুটি সন্তান হয়। দ্বিতীয় স্বামী মারা যাওয়ার পর সম্পত্তি ভাগাভাগি নিয়ে নিজ ছেলে ও সতীনের ছেলের সাথে বিরোধ শুরু হয়। ওই বিরোধ নিয়ে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
এ বিষয়ে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই হত্যাকান্ড ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে হেফাজতে নেয়া হয়েছে।