বাংলাদেশ থেকে ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নেবে দুবাই
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ থেকে চলতি বছর এক হাজার ৩০০ ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নেবে সংযুক্ত আরব আমিরাত। এরমধ্যে এক হাজার মোটরসাইকেল চালক এবং ৩০০ ট্যাক্সি চালক। এছাড়া ২০২৫ সালে দুই হাজার করে ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নেবে দেশটি।
বৃহস্পতিবার (২৭ জুন) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দুবাই ট্যাক্সি কর্পোরেশনের পরিচালক নাসের মোহাম্মদ মুদাইফাসের সাথে বৈঠকের পর এই তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, চলতি বছর এক হাজার ৩০০ নেবে। এরমধ্যে এক হাজার মোটরসাইকেল চালক। প্রতিমাসে ২০০ করে পাঁচ মাসে নেওয়া হবে। আর ৩০০ ট্যাক্সি চালক নিবে। কমপক্ষে প্রতি বছর দুই হাজার মোটরসাইকেল ও ট্যাক্সি চালক যাবে। এই সংখ্যা আরো বাড়বে বলে জানান প্রতিমন্ত্রী।
সম্প্রতি এই দুই সেক্টরে বাংলাদেশ থেকে ৫০০ লোকের কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন প্রায় ১০০ লোক নেয়া হচ্ছে বাংলাদেশ থেকে। বৈঠকে দুবাই ট্যাক্সি কর্পোরেশনের পরিচালক নাসের মোহাম্মদ মুদাইফাসহ প্রতিনিধি দল উপস্থিত ছিলো।