বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ ফি কমালো ভুটান
- সংবাদ প্রকাশের সময় : ০৮:২৩:২৯ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪ ২৭০ বার পড়া হয়েছে
বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ ফি কমিয়েছে ভুটানের রয়্যাল সরকারের পর্যটন বিভাগ। দেশটিতে বাংলাদেশি পর্যটকদের টেকসই উন্নয়ন ফি (এসডিএফ) হিসেবে বছর প্রতি ১৫ ডলার দিতে হবে। আর বছরে ১৫ হাজার বাংলাদেশি পর্যটক ভুটানে ভ্রমণ করতে পারবে।
আরও পড়ুন : আফতাবনগরে বসছে না কোরবানির পশুর হাট
সোমবার (৩ জুন) ভুটানের পর্যটন বিভাগের বরাত দিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। রোববার (২ জুন) থেকে এই নীতিমালা কার্যকর হয়েছে।
আরও পড়ুন : স্বর্ণের খনি ইটভাটার মাটি পরীক্ষা, অনুসন্ধান ও স্ক্যানে ভূতাত্বিক জরিপ
ভুটানের পর্যটন বিভাগ জানিয়েছে, বাংলাদেশি পর্যটকদের জন্য নির্ধারিত ফি এর পরিমাণ ভারতীয় পর্যটকদের ওপর আরোপিত ফি’র সমান।
এর আগে ২০২২ সালে এসডিএফ নামে পর্যটকদের জন্য ২০০ ডলার ফি আরোপ করেছিলো ভুটান সরকার। যা কমিয়ে গত বছর ১০০ ডলার করা হয়। বাংলাদেশি পর্যটকদেরও এ ফি দিতে হতো। তবে ভারতের পর্যটকদের জন্য এই ফি ছিলো ১৫ ডলার।এবার বাংলাদেশিদের জন্যও ফি কমিয়ে ১৫ ডলারে করা হলো।